শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে বলেন, সোনামসজিদ পুরোনো ও গুরুত্বপূর্ণ বন্দর, যা ভবিষ্যতে আন্তঃদেশীয় বাণিজ্যের কেন্দ্র হতে পারে।
তাই এর পরিধী সম্প্রসারণ জরুরি। তিনি জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় অন্যান্য বন্দরের উন্নয়ন হয়েছে, নতুন প্রকল্পে সোনামসজিদও অন্তর্ভুক্ত হলে সুবিধা হবে।
বন্দরের ৩ কিলোমিটার সড়ক নির্মাণসহ ইয়ার্ড তৈরির জন্য জমির প্রয়োজনীয়তা থাকায় জেলা প্রশাসন সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা পাঠাতে বলা হয়েছে। শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়াও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান করেন উপদেষ্টা।