লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ মো. হাসান তারেক ওরফে চিতা (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ের পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
হাসান তারেক ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি চন্দ্রগঞ্জের সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী বলে জানায় সেনাবাহিনী।
লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প থেকে জানানো হয়, মেজর মো. রাহাত খান ও ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে সন্ত্রাসী ও অস্ত্রধারী ছোট কাউসারের সহযোগীদের ধরতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে হাসান তারেক ওরফে চিতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।