ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের মানুষ এমন একটি সরকার চায়, যে সরকার ২০২৪ সালের গণআকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবে—যেখানে জোর-জবরদস্তির মাধ্যমে নয়, বরং জনগণের সম্মতি ও ভালোবাসার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ক্ষমতায় যারা আসবেন, তাদের কাছে জনগণ নিজেদের প্রয়োজন ও সমস্যার কথা তুলে ধরবে। এলাকার উন্নয়ন কীভাবে করা যায়, মানুষের মৌলিক চাহিদা কীভাবে পূরণ হবে—চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা কীভাবে দেওয়া যায়—সেই লক্ষ্যেই আমরা একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়া নাগরিকের অধিকার। বেকার ভাতা, দুঃস্থ ভাতা কিংবা নারী ভাতার মতো সুবিধা পেতে যেন কাউকে ঘুষ দিতে না হয়, সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। এবার সেই সংগ্রামের ফল পাওয়ার সময় এসেছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে দুর্বৃত্তদের কোনো জায়গা থাকবে না এবং অতীতের মতো শক্তির দাপটে কিছু চাপিয়ে দেওয়া হবে না। মানুষের ভালোবাসা ও আস্থার ওপর ভর করেই দেশ ও সমাজ পরিচালিত হবে।
তিনি বলেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন—এই হিসাব পরে। এখন প্রয়োজন সবাই মিলে দেশ গড়ার শপথ নেওয়া। মুগ্ধ, আবু সাইদসহ যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে আমাদের এমন একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের জীবন সত্যিকার অর্থেই বদলে যাবে।