শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম: হাসনাত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, টাকার বিনিময়ে ভোট দিলে সাধারণ মানুষকে আগামী পাঁচ বছর শুধু ভোগান্তির মুখে পড়তে হয়।

তিনি জানান, তার প্রতীক ‘শাপলা কলি’র জন্য শুধু জনগণের একটি ভোট ও দোয়া চাই। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণ তাকে বিনা পয়সায় ভোট দিলে পরবর্তী পাঁচ বছর তিনি বিনা পয়সায় সেবা নিশ্চিত করবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে নির্বাচনী পদযাত্রার প্রথম দিনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম’, এবং রাজনীতিকে জনগণের দোরগোড়ায় নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে যেন লুটেরা বা ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কেউ কেউ রাজনীতিকে ব্যবহার করে অবৈধ টাকা নিরাপদ করতে চায় এবং গুন্ডাপাণ্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি, ব্যবসা ও ঠিকাদারি লাইসেন্সের মাধ্যমে দেশজুড়ে লুটপাট চালায়। রাজনীতিকে পেশা বানিয়ে যারা ব্যাংক লুট ও সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে, তাদের প্রতিহত করা অত্যাবশ্যক।

তিনি বলেন, রাজনীতি যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা আর রাজনীতি থাকে না, তা হয়ে যায় ক্ষমতার রাজনীতি। আমরা চাই রাজনীতিকে জনগণের কাছে পৌঁছে দিতে। আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি ও ইনসাফভিত্তিক সব কার্যক্রম জনগণমুখী হবে। ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই আমাদের মূল লক্ষ্য।

নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদ, এবং এনসিপি ও জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102