আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একবারের জন্য সুযোগ দিলে জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানী বংশালে দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। ইতিপূর্বে আমি কখনো কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিনি, কোনো গুরুত্বপূর্ণ পদেও ছিলাম না। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। একবারের জন্য আমাকে সুযোগ দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব, ইনশা-আল্লাহ।
তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি গোপীবাগে থাকি। যদি কখনো মনে করেন আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, আমার বাসায় এসে আমাকে ধরে নিয়ে আসবেন আমি কাজ করে দেব।
তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিএনপির পরিকল্পনা।
এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, আমাদের এলাকায় জলাবদ্ধতা, যানজট, গ্যাস সংকট, রাস্তাঘাটের দুরবস্থা, ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং মশা-মাছির উপদ্রবে জনজীবন একেবারে নাকাল। এসব সমস্যা আমরা চিহ্নিত করেছি। আপনারা সুযোগ দিলে এসব সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, আমি আপনাদের ছেলে, সন্তান ও ভাই হিসেবে আজীবন আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সব সমস্যা সমাধানে আমার সর্বাত্মক দিয়ে কাজ করব। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শরিক হোন।