শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী সমর্থক শিক্ষককে মারধরের অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে সমর্থন করায় বাড়িতে গিয়ে কলেজ শিক্ষক সুমার কুমার দাসকে (৪২) মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হেনস্তার শিকার শিক্ষক কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মারধরের শিকার সুমন কুমার দাস উপজেলার মকলেছ আনোয়ার কলেজের প্রভাষক ও ভাটের ভাটপাড়া গ্রামের স্বপন কুমার দাসের ছেলে।

লিখিত অভিযোগে প্রভাষক সুমন কুমার দাস উল্লেখ করেছেন, কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে সমর্থন করায় শুক্রবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে বাগডাঙ্গা গ্রামের আতিয়ার, স্বাধীন, শিমুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় তাদের গালিগালাজ করতে নিষেধ করায় তারা এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারে। তাদের হাতে দা ও চাইনিজ কুড়াল ছিল। এ ছাড়াও তারা কর্মস্থলে যাবার পথেও বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেন।

জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে বলেন, আমি ম‍্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102