শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

জুলাই শহীদদের গণকবর : ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ, নিতে পারবে পরিবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া নিহতদের মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে শহীদদের পরিবার চাইলে মরদেহগুলো গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।

রায়েরবাজার গণকবরে ১১৪ জনের কবর দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।

যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, পরিবার চাইলে কবর থেকে তুলে মরদেহগুলোর ময়নাতদন্তও করা হবে। নিহতদের গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এর আগে, রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে কোনভাবেই ছাড় পাবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102