যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনায় পালটা শুল্ক কমানোর বিষয়ে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) শুরু হওয়া আলোচনার প্রথম দিনের পর বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ইউএসটিআরের কর্মকর্তারা শুল্ক হ্রাসের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
তিন দিনের আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়াও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী ও দূতাবাস কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ পালটা শুল্ক কার্যকর করতে যাচ্ছে। বর্তমানে গড়ে ২২-২৩ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে। বাংলাদেশ মার্কিন পণ্যে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়ে নিজ দেশের রপ্তানি বাঁচাতে চায়।