শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

প্রাথমিকে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলমান প্রধান শিক্ষকের শূন্যপদের সংকট কাটাতে বড় ধরনের নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। 

এবার ৩৪ হাজারেরও বেশি প্রধান শিক্ষক নিয়োগ দিতে প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এর মধ্যে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। তবে কর্মরত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। ফলে ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শূন্যপদের মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। ১০ শতাংশ কোটা সংরক্ষণ রেখে আরও ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

অন্যদিকে, ৩১ হাজার ৪৫৯টি শূন্যপদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে। এ বিষয়ে সহকারী শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। মামলাটি নিষ্পন্ন হলে জাতীয়করণকৃত সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্যদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে।

এ নিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের প্রধান শিক্ষক সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে। এতে শিক্ষার গুণগত মান ও প্রশাসনিক শৃঙ্খলা উন্নত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102