আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়। মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এত বড় গণহত্যার পরও শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। যুদ্ধক্ষেত্রেও আহতকে চিকিৎসা না করা অপরাধ, অথচ এখানে লাশ পুড়িয়ে ফেলার মতো নৃশংসতা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলামের প্রশংসা করে তিনি বলেন, তাজুলের দক্ষতা ও সততা নিয়ে কোনো সন্দেহ নেই; তিনি রাতদিন কাজ করছেন।
ড. আসিফ নজরুল আশ্বাস দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় বিচার অগ্রসর হচ্ছে এবং এমন একটি ফাউন্ডেশন তৈরি করা হবে যা ভবিষ্যতের কোনো সরকারও পরিবর্তন করতে পারবে না।