বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ বক্তব্য দেন।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক, কাউন্টার টেররিজম ও জাতীয় নির্বাচন ঘিরে সংলাপসহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেছেন।
এছাড়া, প্রেস সচিব জানান, একটি প্রতিনিধিদল আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে ট্যারিফ আলোচনার জন্য। ব্যবসায়ীদের একটি দলও যাচ্ছে, যদিও তারা আলোচনায় অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেই এ সফর বলে জানা গেছে।