শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে যাবে জুলাই সনদ খসড়া : আলী রীয়াজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জুলাই সনদ খসড়া সোমবার (২৮ জুলাইমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি ডআলী রীয়াজ।

রবিবার (২৭ জুলাইসকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হলে তিনি এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রপরিচালনার মূলনীতিনাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাবপুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এ ছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘২০টি বিষয়ের মধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে এরইমধ্যে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনা প্রস্তাব দেয়া হবে। আজকে সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।’

নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে’ উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে।’

সহসভাপতি জানানযেকোনো মূল্যে ৩১ জুলাই মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় ঐক্যমত কমিশন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102