ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুইজনের প্রবেশ অনুমতি পেয়েছে—এমন নির্দেশনা আজ রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে কেবল ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, এই সিদ্ধান্ত যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় যানজট ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
এতে যাত্রী ও স্বজনদের কিছুটা ভোগান্তি হলেও, অনেকেই নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।