বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা ইউএসসিআইআরএফ (United States Commission on International Religious Freedom)। জুলাইয়ে প্রকাশিত এক রিপোর্টে তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও ধর্মীয় সহনশীলতা ঝুঁকিপূর্ণ বলেছে।
২০২৪ সালের মে মাসে ঢাকায় সফরের ভিত্তিতে তৈরি করা এই রিপোর্টে বলা হয়, রাজনৈতিক অস্থিরতার সময় (৫–৮ আগস্ট) দেশে প্রশাসন ভেঙে পড়লে ভয়াবহ সহিংসতা ঘটে, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রতিশোধমূলক হামলার ঘটনাও ছিল। পুলিশের তথ্যমতে, ৫–২০ আগস্ট সময়ে ১,৭৬৯টি সহিংসতার ঘটনা ঘটে, যার মধ্যে ২০টি ছিল সাম্প্রদায়িক।
অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিলেও বিতর্ক দেখা দিয়েছে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ বাদ দিয়ে ‘বহুত্ববাদ’ বা ‘বহুসংস্কৃতিবাদ’ যোগ করার প্রস্তাব নিয়ে। বিএনপি ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
নারী সংস্কার কমিশনের সুপারিশে ধর্মনিরপেক্ষ নাগরিক আইন প্রণয়নের প্রস্তাব হেফাজতের তীব্র বিরোধিতার মুখে পড়ে। এ ছাড়া ব্লাসফেমি আইন ও ডিজিটাল কনটেন্টে ধর্মীয় অনুভূতি আঘাতের শাস্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইউএসসিআইআরএফ।
সংস্থাটি সতর্ক করেছে, সংখ্যালঘুদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিত না হলে চলমান প্রক্রিয়ায় বৈষম্য আরও বাড়তে পারে। দীর্ঘমেয়াদি শান্তির জন্য তারা একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়েছে।