এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
তিনি জানান, ওই দিনের পরীক্ষাগুলোর নির্ধারিত তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে পরীক্ষার দিন ২২ জুলাইয়ের পরীক্ষা সকালবেলা এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষার চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে এইচএসসির নির্ধারিত সূচিতে বেশ কিছু পরিবর্তন এসেছে, যার মধ্যে ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির পরিকল্পনায় নতুন করে পরিবর্তন আনতে হতে পারে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।