শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের আউট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন বিষয়ক কমিটি সদস্য সচিব মাহফুজ আলম। ফেসবুকের এক পোস্টে মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে গত বছরের ১৪ অক্টোবর চুক্তিতে দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছিল, সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সিদ্দিক জোবায়েরের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তিনি পতিত সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্যাশিয়ার ছিলেন। আওয়ামী লীগ সরকারের সব সুযোগ-সুবিধা নিয়েও তিনি আগস্ট পরবর্তী সময়ে সুবিধা পান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102