উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের শোক প্রকাশ ও সহায়তার নির্দেশ।
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপির পাঠানো এক বার্তায় তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আহ্বান জানান।
বার্তায় নাহিদ ইসলাম বলেন,
“এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মানবিক দায়িত্ববোধ থেকে এনসিপির নেতা-কর্মীদের উদ্ধারকাজ, রক্তদান ও চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে হবে।”
তিনি দলের
যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তি’,
ডক্টরস উইং এবং
সাধারণ নেতা-কর্মীদের
ঘটনাস্থল ও হাসপাতালে স্বেচ্ছাসেবী উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
তিনি আরও জানান, রক্ত সরবরাহ, অ্যাম্বুলেন্স সহায়তা ও স্বজনদের খোঁজ নিতে সহায়ক টিম গঠন করা হয়েছে।
দেশজুড়ে এই দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ও মানবিক সহানুভূতির ঢল বইছে।