শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই দেশের মোবাইল গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৯ জুলাই) মোবাইল অপারেটরদের কাছে এই নির্দেশনা পাঠায় সংস্থাটি।

বিটিআরসি জানিয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা অনুযায়ী এবং গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের ভিত্তিতে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে।

কী থাকবে এই ফ্রি ইন্টারনেটে?

নির্দেশনা অনুযায়ী, মোবাইল অপারেটররা আগামী ১৮ জুলাই গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা সরবরাহ করবে। গ্রাহকদের পূর্বেই এসএমএসের মাধ্যমে এই ডাটা অফারের তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিটিআরসি জানায়, গ্রাহকদের কাছে পাঠানো এসএমএসে লেখা থাকবে, কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।

বিটিআরসি মোবাইল অপারেটরদের এই উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বলেছে, এটি যেন নিরবিচারে সব গ্রাহকের মাঝে পৌঁছে যায় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। সে সময় ব্যাপক সমালোচনা হয় সরকারের বিরুদ্ধে। সেই প্রেক্ষাপটে এবারের ‘ফ্রি ইন্টারনেট ডে’ উদযাপনকে দেখছে অনেকেই প্রতীকীভাবে গণ-আকাঙ্ক্ষা পূরণের ইঙ্গিত হিসেবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102