অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডটি প্রমাণ করে যে, গত বছরের জুলাই গণআন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করার অনুমতি তিনি সরাসরি দিয়েছিলেন। বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই বাংলাদেশেই হবে।”
ফাঁস হওয়া অডিওর ভিত্তিতে বিবিসি আই জানিয়েছে, শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছেন, “যেখানেই আন্দোলনকারী পাবেন, গুলি করবেন।”
এদিকে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বুধবার (১০ জুলাই) এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
তিনজনের বিরুদ্ধে গণহত্যায় উসকানি, নির্দেশ ও যৌথ অপরাধে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।