শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য : মন্ত্রিপরিষদ সচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আগামী ২ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে সরকার ঘোষিত ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যসামগ্রী ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডশেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার (৮ জুলাইবাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হল রুমে পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েটআ ফিউচার ফর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানানএ নিষেধাজ্ঞা কার্যকর করতে আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয় কর্মকর্তাকর্মচারীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এবং অধীনস্থদের প্লাস্টিক ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেনপ্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। একে মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগোতে হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেনশুধু নিজের স্বার্থেই নয়বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এ পদক্ষেপ নিতে হবে। আমরা যেন তাদের জন্য একটি নিরাপদ ও পরিবেশবান্ধব পৃথিবী রেখে যেতে পারি।

সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডফারহিনা আহমেদ।

অনুষ্ঠানে পরিবেশ সচিবমন্ত্রিপরিষদ সচিবের হাতে ১৭টি সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর একটি সচিত্র তালিকা তুলে দেন এবং মন্ত্রিপরিষদ সচিব অন্যান্য সচিবদের হাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্যসামগ্রী তুলে দেন।

প্রসঙ্গতপরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার এরইমধ্যে ১৭ ধরনের পণ্যকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক তৈজসপত্রচকলেট মোড়কপ্লাস্টিক দাওয়াত কার্ড ও ব্যানারস্টাইরোফোমের খাবার ধারকপাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্যপ্লাস্টিক বোতল ও ক্যাপসহ নানা সামগ্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102