শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

স্মার্ট এনআইডি বিতরণ শুরু, সংগ্রহ করবেন যেভাবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ বছর ধাপে ধাপে এই কার্যক্রম পরিচালিত হবে এবং অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকদের।

কীভাবে জানবেন আপনার স্মার্ট এনআইডি তৈরি হয়েছে কি না

স্মার্টকার্ড প্রস্তুত হয়েছে কি না, তা খুব সহজেই অনলাইনে চেক করা সম্ভব। এর জন্য যেতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে:

www.nidw.gov.bd(http://www.nidw.gov.bd)

সেখান থেকে-

* “Smart Card Status Check” অপশনে ক্লিক করুন

* এরপর আপনার বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা কোড দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করুন।

*যদি স্ট্যাটাসে লেখা আসে “Completed”, এবং একটি Box ID Number দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে।

অন্যদিকে “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” দেখালে বুঝবেন, আপনার কার্ডটি এখনো প্রস্তুত হয়নি বা আপনি এই ধাপে কার্ড পাচ্ছেন না।

কীভাবে এবং কোথা থেকে সংগ্রহ করবেন?

স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহের দুটি উপায় রয়েছে:

১. নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে

ইসি ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত দিনে পুরাতন এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে সেখানে কার্ড সংগ্রহ করা যাবে।

২. উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি

যারা নির্ধারিত স্থানে যেতে পারেন না, তারা চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকেও স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই এনআইডি নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্র* সঙ্গে রাখতে হবে।

 

কেন জরুরি স্মার্ট এনআইডি

বর্তমানে স্মার্ট এনআইডি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং ব্যাংকিং, পাসপোর্ট, মোবাইল ব্যাংকিং, জমি রেজিস্ট্রি, কর প্রদানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি নাগরিক সেবা গ্রহণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই সময়মতো স্মার্ট এনআইডি তৈরি হয়েছে কি না, তা জেনে নেওয়া এবং নির্ধারিত সময়ে তা সংগ্রহ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102