আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে এর আগেই ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসহ ওয়াকফ সংস্কারের প্রত্যাশার কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি জানান, ওয়াকফের মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফযুল কোরআন ও সিরাত প্রতিযোগী এবং প্রশিক্ষণ নেওয়া ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় ধর্ম উপদেষ্টা জানান, ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী যাতে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতনের বিষয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে।
এবছর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী বছর থেকে হজের সহযোগীদের ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহন খরচ ছাড়া অন্য কোনো ধরণের ভাতা, ফি কিংবা অ্যালাউন্স দেওয়া হবে না।