শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

গণসংযোগে অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী গণসংযোগের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যার কারণে তার সারাদিনের  নির্বাচনি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) পাটওয়ারী ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত শান্তিনগর বাজারে গণসংযোগ পরিচালনা করেন। ওই সময় হঠাৎ শরীরিক অসুস্থতা অনুভব করলে তার মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

শামিল জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী সকালে গণসংযোগ শেষ করার পর অসুস্থ বোধ করেন। বর্তমানে তার সারাদিনের সমস্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তিনি সুস্থ বোধ করলে পুনরায় নির্বাচনি কার্যক্রম শুরু করা হবে এবং প্রোগ্রামের সময় ও স্থান সম্পর্কে পরে মেসেজের মাধ্যমে সকলকে জানানো হবে।

এর আগে পাটওয়ারী শান্তিনগর বাজারে গণসংযোগের সময় বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা আমাদের ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য এবং শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ নাসীরুদ্দীন পাটওয়ারী সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং এরপর মসজিদ এলাকা ও গুলিস্তান এলাকায় গণসংযোগ করার কথা ছিল।

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় সমর্থক ও স্থানীয় ভোটাররা কিছুটা উদ্বিগ্ন হলেও তার মিডিয়া টিম জানায়, তিনি সুস্থ হলে কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102