কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপর গলায় ছুরি ঠেকিয়ে বর্বরভাবে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনা ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার (২৯ জুন) নিজের ফেসবুক পেজে তিনি বলেন, “মুরাদনগরের এই পাশবিক নির্যাতন লজ্জাজনক এবং যেকোনো মূল্যে লম্পটদের পাকড়াও করে কঠোর শাস্তি দিতে হবে। খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। অন্যথায় সমাজ পুরোপুরি একটি জংলি সমাজে পরিণত হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ধর্ষণের ঘটনাটি ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আরও তিনজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি গত ২৬ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে ঘটে। ওই ভিডিওতে নারীকে বিবস্ত্র অবস্থায় অন্তত ১০-১২ জন যুবক মারধর করছে, সাহায্যের জন্য চিৎকার করেও কেউ এগিয়ে আসেনি।
পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।