শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধাদের জন্য মাসিক ভাতা ও আজীবন চিকিৎসা সুবিধা : ফারুক-ই-আজম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে এক সাক্ষাৎকারে তিনি জানান, শুধু মাসিক ভাতা নয়, এই যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালে বিনা খরচে চিকিৎসাও পাবেন।

উপদেষ্টা বলেন, “মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে যেখানে ৫৪ বছর লেগেছে, সেখানে আমরা সাত-আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করেছি।” এটাই সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।

ফারুক-ই-আজম জানান, আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে ইতোমধ্যে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় স্থাপিত এই দপ্তরে অতিরিক্ত সচিবের নেতৃত্বে ২০ জন কর্মকর্তা নিয়োজিত আছেন।

তিনি বলেন, “জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের গর্বিত অংশ। রাষ্ট্র তাদের ত্যাগের যথাযথ মর্যাদা দেবে।”
শহীদদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, “যদি কেউ নিখোঁজ স্বজনের সন্ধান চান, তবে গণকবর থেকে ডিএনএ সংগ্রহের মাধ্যমে সেই দাবি বিবেচনা করা হবে। সরকার আন্তরিকভাবে তাদের পাশে থাকবে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102