শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

সেন্টমার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে : সৈয়দা রিজওয়ানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় মাস্টারপ্ল্যান চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে, যা সেন্টমার্টিনে পরিবেশ পুনরুদ্ধারে সহায়ক হবে।

“দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। সেন্টমার্টিন নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়। এটিকে বাঁচাতে পারলেই সব উদ্বেগ দূর হবে,” বলেন উপদেষ্টা।

পরিবেশ রক্ষায় অন্যান্য পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ ও নদীদূষণ নিয়ন্ত্রণে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। দেশের শপিং সেন্টারগুলো ইতোমধ্যে শতভাগ পলিথিনমুক্ত হয়েছে। তবে কাঁচাবাজারে এখনো অভ্যাসগত কারণে পলিথিনের ব্যবহার রয়েছে। এই দায়িত্ব পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, যারা পাটের ব্যাগ তৈরি করবে এবং তা সুলভ মূল্যে বিক্রি হবে।’

তিনি জানান, ১৭টি পণ্যকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কটন বাড ও স্ট্র ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। শিগগিরই এসব পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

এ সময় মব জাস্টিসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে এখনো যেসব মব জাস্টিসের ঘটনা ঘটছে, তা নিন্দনীয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি আদর্শ পরিবেশে দায়িত্ব গ্রহণ করিনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায় সক্রিয় হয়েছে এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102