আবাসনের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। একই সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রাবাস (হল) দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।
শনিবার (২১ জুন) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবাসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।