শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে মীমাংসা আজ : আলী রীয়াজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং রাষ্ট্রের ক্ষমতার পরিসর নির্ধারণ নিয়ে আলোচনার শুরুতেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় পর্বের আলোচনার শুরুতে এ কথা জানান কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

তিনি বলেন, আমাদের হাতে সময় কম। সবাইকে একমত হয়ে জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে। কমিশনের সীমাবদ্ধতার মধ্যেও আলোচনা ফলপ্রসূ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

আলী রীয়াজ জানান, যেসব বিষয়ে এখনো সমঝোতা হয়নি, সেগুলো নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনা হবে।

চতুর্থ দিনের আলোচনায় আজ যে বিষয়গুলো থাকছে, তার মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনি এলাকা নির্ধারণ।

এদিনের আলোচনায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

বিএনপির পক্ষে আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এনসিপির হয়ে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জামায়াতের প্রতিনিধি হিসেবে অংশ নেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102