সিলেটের জাফলংসহ পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকাগুলোর টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার জাফলং পরিদর্শনে এসে তিনি জানান, পাথর উত্তোলনের ইজারা বন্ধ থাকবে এবং শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, পরিবেশ, পর্যটন ও খনিজ মন্ত্রণালয়সমূহ যৌথভাবে পরিকল্পনাটি বাস্তবায়ন করবে। অতিরিক্ত পাথর ও বালু উত্তোলনে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় খনিজ উপদেষ্টা ফাওজুল কবির জানান, বন্ধ থাকা স্টোন ক্রাশারগুলো অপসারণ করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রিপরিষদের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বন কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদ্বয় স্টোন মিউজিয়াম পরিদর্শন ও গাছ রোপণ কার্যক্রমেও অংশ নেন।