স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, এতে সরকারের কোনো আপত্তি নেই।
তিনি বৃহস্পতিবার (১২ মে) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনো বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ না করতে এবং দায়িত্বশীলভাবে রিপোর্ট করার আহ্বান জানান।
এ সময় তিনি মাস্ক বিতরণ করে তা ব্যবহারের অনুরোধ জানান এবং পলিথিন বর্জনে সচেতনতা গড়ে তুলতে বলেন। ভারতের পুশ ইন প্রসঙ্গে তিনি জানান, এটি অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন, এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। পরিদর্শন শেষে তিনি রাজেন্দ্রপুরে বিজিবি ৬৩ ব্যাটালিয়নের কার্যক্রম পরিদর্শন ও গাছের চারা রোপণ করেন।