দুই দিনের সফরে ভোরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শান্তিরক্ষী প্রধান জিন পিয়েরে ল্যাক্রোইক্স।
রবিবার (২০ এপ্রিল) জাতিসংঘের এই আন্ডার সেক্রেটারি জেনারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
জিন পিয়েরে ল্যাক্রোইক্স গণমাধ্যমে জানান, তহবিল চ্যালেঞ্জ এর মধ্যেও জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কার্যক্রম কিভাবে সামনে কম খরচে এগিয়ে নেবে সেটা নিয়ে আলোচনা চলছে। তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর শান্তিরক্ষী বাজেট কাট ছাঁট শেষ পর্যন্ত কি বাস্তবতায় যায়, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।
এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া, আগামীকাল সেনাপ্রধান ও আইজিপির সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন প্রধান।