বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মামুনুল হক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সম্প্রতি ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিমদের প্রতি সহিংসতার প্রতিবাদে গণমিছিলের ডাক দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামী ২৩ এপ্রিল ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে তিনি এ গণমিছিলের ডাক দিয়েছেন।

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে এক ভিডিওবার্তায় মাওলানা মামুনুল হক ভারতে মুসলিমদের উপর অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে, ঈমানী দায়িত্ব পালনার্থে বাংলাদেশের মুসলিমসহ সকল নাগরিককে দল-মত নির্বিশেষে এই গণমিছিলে অংশগ্রগণের আহ্বান জানান।

এর আগে গত ১২ এপ্রিল ঢাকার পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। ১৩ এপ্রিল দুপুরে মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মামুনুল হক। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102