রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক চলছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্প‌র্কের সামগ্রিক বিষ‌য়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসেছে বাংলাদেশ-পাকিস্তান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় বৈঠকে বসেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। বাংলাদেশের পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এটি দুদেশের মধ্যেকার ষষ্ঠ এফওসি বৈঠক এটি।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হবে। এ ছাড়া দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তারা।বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

রাষ্ট্রীয় অতিথি ভবনে চলমান এফওসি বৈঠকে আরও উপস্থিত আছেন, সফরত পাকিস্তানের দক্ষিণ এশিয়া ও সার্কের ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা নুর চৌধুরীসহ আরও কয়েকজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102