‘মার্চ ফর গাজা’ কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন বলে দাবি করেছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টাটাসে মিজানুর রহমান আজহারী বলেন, ‘আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন রচনা করবে ইনশাআল্লাহ।’