বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গরমে যদি লোডশেডিং হয় তবে প্রথমে তা রাজধানীতেই হবে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে চাহিদা স্বাভাবিকভাবে বাড়ে। তবে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখলে এক থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। কিন্তু অনেকে সেটা করছেন না। জনগণকে সচেতন হতে হবে।

তিনি বলেন, দুই কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। এর প্রথমটি হলো- উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দেওয়া। এটিকে লোডশেডিং বলে। আর দ্বিতীয়টি হলো, ঝড়-বৃষ্টিসহ কোনো কারণে ফিউজ চলে যায় বা ট্রান্সফরমার নষ্ট হয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া। এটিকে বিদ্যুৎ বিভ্রাট বলে।

জ্বালানি উপদেষ্টা বলেন, গরমে রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব। কেবল গ্রামে লোডশেডিং হবে এমনটা হয়। ঢাকাতে প্রথমে লোডশেডিং হবে। এরপর হবে অন্য জায়গায়। এ সময় পবিত্র রমজান মাসে লোডশেডিং না হওয়ায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান উপদেষ্টা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102