শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে রুই-কাতলারা ধরা পড়ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মাদক একটি বড় সমস্যা হলেও এখনো মূল হোতারা ধরা পড়ছে না। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “রুই-কাতলারা ধরা পড়ছে না, ধরা পড়ছে পুঁটি আর ট্যাংরা।”

৫ আগস্ট ঘিরে কোনো আতঙ্ক নেই বলেও তিনি জানান। বলেন, সরকার সবসময় সতর্ক রয়েছে, আর জনগণের সহযোগিতাও চায়।

তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে এবং নির্বাচন পর্যন্ত তা অব্যাহত থাকবে। যেহেতু অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি, চেষ্টা অব্যাহত আছে।

মব ভায়োলেন্স কমে আসছে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ফোর্স বাড়ানোসহ প্রশিক্ষণ চলছে বলেও জানান উপদেষ্টা। তিনি দাবি করেন, সব দলকে সমান প্রোটেকশন দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102