রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বহু শিক্ষার্থী ও শিশু রয়েছে। এখন পর্যন্ত ৩৫ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত অবস্থায় সিএমএইচে লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে আইএসপিআর।
বিমানটি কুর্মিটোলা ঘাঁটি থেকে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা উদ্ধার ও নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ প্লাটুন বিজিবিও অভিযানে অংশ নেয়।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে।