শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি : ধর্ম উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের বাঁচা ভাড়া ফেরত, পরিকল্পনা ব্যয় আরও কমানোর চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের বাড়ি ভাড়া খরচ কমে যাওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

উপদেষ্টা জানান, হজ ব্যবস্থাপনায় সেবার মান অটুট রেখে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং একটি সম্মানজনক, নিরাপদ ও সহজ হজ অভিজ্ঞতা দেওয়া। ব্যয় কমানোর পাশাপাশি সেবার মান অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ড. খালিদ হোসেন আরও জানান, ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং চলতি বছরের নভেম্বরেই সৌদি আরবের সঙ্গে নতুন হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হজ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট শেষ হয় ১০ জুলাই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102