গত ১৮ মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতা ও দমন-পীড়নের কারণে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে প্রায় দেড় লাখ রোহিঙ্গা। শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
২০১৭ সালের পর এটিই রোহিঙ্গা অনুপ্রবেশের সর্বোচ্চ ঢল। নতুন আগতদের বেশিরভাগই নারী ও শিশু। কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটারে ইতিমধ্যে ১০ লাখ রোহিঙ্গা বাস করছে, যা বিশ্বে অন্যতম ঘনবসতিপূর্ণ ক্যাম্পে পরিণত হয়েছে।
ইউএনএইচসিআর জানায়, জুন পর্যন্ত নতুন ১.২১ লাখ রোহিঙ্গাকে শনাক্ত করা গেলেও অনেকে এখনো নিবন্ধিত নয়। meanwhile, দাতাগোষ্ঠীর অর্থ সংকটে খাদ্য, চিকিৎসা ও শিক্ষাসেবা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হতে পারে।
রাখাইনে শান্তি ফিরিয়ে আনার আগ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।