শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

এখনো কাজে ফেরেননি ১৮৭ পুলিশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

শেখ হাসিনা সরকারের পতনের ১১ মাস পার হলেও এখনো নিখোঁজ ১৮৭ জন পুলিশ সদস্য। কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যের বেশির ভাগই কোনো না কোনো মামলার আসামি। তাদের কেউ জামিনে গিয়ে ফেরেননি, আবার কেউ ছুটি নিয়ে গা ঢাকা দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের মামলা পুলিশেরই বিভিন্ন ইউনিট তদন্ত করলেও তাতে খুব একটা অগ্রগতি নেই।

পলাতক থেকেও অনেক সাবেক কর্মকর্তা পুলিশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, হদিস না থাকা পুলিশ সদস্যদের অনেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন বিভাগীয় শহরে কর্মরত ছিলেন। গত তিন মাস ধরে কাজে যোগ দেননি পুলিশ একাডেমি সারদায় কর্মরত থাকা পুলিশ সুপার (প্রশাসন এবং লজিস্টিক) তারেক বিন রশীদ এবং তার স্ত্রী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে থাকা পুলিশ সুপার হুমায়রা পারভীন। তারা ইতোমধ্যে দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

একই তালিকায় রয়েছেন ২৪ ব্যাচের অতিরিক্ত ডিআইজি দম্পতি সুদীপ কুমার চক্রবর্তী ও সুনন্দা রায় দম্পতি। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক বলেন, এখন পর্যন্ত এ সংখ্যা ১৮৭। তবে এর মধ্যে অনেকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে গেছেন। যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে কিংবা যারা বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত হচ্ছে।

একাধিক সূত্র বলছে, সরকার পতনের পর পলাতক থাকা বেশির ভাগই সরকার পতনের আগমুহূর্তে রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে সক্রিয় ছিলেন এমন ১৩৩ জনকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর এবং ওএসডি করা হয়েছে। কিছু কর্মকর্তা সরাসরি চাকরিচ্যুত হয়েছেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তার সংখ্যা ৫১ জনের মতো। বাধ্যতামূলক অবসর এবং ওএসডি হওয়া কর্মকর্তার অনেকেই বিতর্কিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জেলার এসপি, রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন কমিশনার ছিলেন। এদের মধ্যে রয়েছেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অপরাধ তদন্ত বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

অবসরে যাওয়ার আগে তাঁদের প্রায় সবাই আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা এসব পুলিশ সদস্যের বেশির ভাগই ভারতে, ইউরোপে এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102