ঢাকা মহানগরে মব জাস্টিসের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে জাইকার সহায়তায় আয়োজিত এক সড়ক নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।” উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদার বাসায় মব জড়ো হওয়ার ঘটনার পর একজনকে গ্রেপ্তার এবং একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “মব জাস্টিসের বেশ কয়েকটি ঘটনায় পুলিশ কর্মকর্তাদের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিন-চার মাস আগে যেসব ঘটনার পরিমাণ বেশি ছিল, এখন তা অনেক কমে এসেছে।”
সাধারণ নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “যে কোনো অপরাধ সংঘটিত হলে নিজে কিছু না করে পুলিশকে জানান। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”
চাঁদাবাজির প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, “চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি আদাবর থানায় একটি মামলায় গ্রেপ্তারও করা হয়েছে।”
অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন কমিশনার। উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার এবং জাইকার কর্মকর্তারা।