জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো।’
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। সেখানেই এ মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, “সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। তবে আলোচনায় সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।”
ঈদের আগেই কমিশনের আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হলেও মঙ্গলবার থেকে বিএনপি, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মূল আলোচনা শুরু হয়েছে। আলোচনায় মূল বিষয় হিসেবে থাকছে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদে নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া।
কমিশন জানিয়েছে, এই আলোচনা টানা তিনদিন চলবে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। দলগুলোর সম্মতিতেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।