কারিগরি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে আজ একটি বৈঠকে বসেছিলেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। তবে বৈঠকের ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, “আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই। ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাবো। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে।”
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কারিগরি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একাধিক দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে সমতাভিত্তিক নিয়োগ, শিক্ষা সনদের স্বীকৃতি ও মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যতা।