শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

সবাই কাজ করায় এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির হয়েছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ছবি : ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির হয়েছে। রমজান মাসে বিদ্যুৎ বিভ্রাট হয়নি। কোনো ম্যাজিকে নয়, দেশের জন্য সবাই নিবেদিত হয়ে কাজ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ইনভেস্ট সামিটের তৃতীয় দিনে বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আনলকিং দ্য পটেনশিয়াল অফ বাংলাদেশ ফর ইনভেস্টরস ইন রিনিউএবল এনার্জির শীর্ষক প্যানেল আলোচনার শুরুতে এ কথা বলেন তিনি।

গত ২০ বছরে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, কোনো ম্যাজিক নয়। আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি। কর্মকর্তাদের বলেছি কীভাবে কাজ করতে হবে। ফলাফল আপনারা দেখেছেন।

তিনি বলেন, এবার ঈদযাত্রায় যানজট, বেশি ভাড়া আদায়, টিকিট না পাওয়ার মতো ঘটনা ঘটেনি। পরিবহন সিন্ডিকেট বন্ধ হয়েছে। সবাই মিলে কাজ করেছি। সফলতা পেয়েছি।

প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রেডার চেয়ারম্যান খন্দকার আব্দুল হাই, গ্রামীণ ফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর আহমেদ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102