শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কার্যক্রমে অংশ নিতে নাসার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এর ৫৪তম স্বাক্ষরকারী দেশ। যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ।

মঙ্গলবার ( ০৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশ নাসার মহাকাশ গবেষণার বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে এবং নতুন নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জন করতে সক্ষম হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এ সম্মেলনের মধ্য দিয়েই মহাকাশ গবেষণায় বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

পাশাপাশি, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, যা দেশের বৈজ্ঞানিক উন্নয়ন ও মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করবে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন চলবে চার দিনব্যাপী। যেখানে ৫০টিরও বেশি দেশ থেকে আসা ৫৫০ জনের বেশি উচ্চপর্যায়ের বিনিয়োগকারী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

স্থানসংকটের কারণে অনেক দেশীয় অংশগ্রহণকারী নিবন্ধন করতে না পারলেও আন্তর্জাতিক অংশগ্রহণকারী ও প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তবে, সকলের জন্য উন্মুক্ত থাকবে সামিটের সরাসরি সম্প্রচার। যা দেখা যাবে ফেসবুক ও ইউটিউব-এ।

একটি মিডিয়া কর্নার রাখা হয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102