চলতি বছর ঈদুল ফিতরের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌ পথে মোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনা গুলোতে আহত হয়েছে আরও ৮৩৫ জন।
বুধবার (৯ এপ্রিল) যাত্রী কল্যাণ সমিতি এক সম্মেলনে এই তথ্য তুলে ধরে।
তথ্য অনুযায়ী, গত বছরের ঈদুল ফিতরের চেয়ে এ বছর সড়ক দুর্ঘটনা ২১ দশমিক ০৫ শতাংশ কমেছে। সাথে কমেছে প্রাণহানি ২০ দশমিক ৮৮ শতাংশ এবং আহতের হার কমেছে ৪০ দশমিক ৪১ শতাংশ।