শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

সামিট গ্রুপের চেয়ারম্যানের জমি জব্দের আদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা রাজধানীর বাড্ডার সাতারকুলের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির বাজারমূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন দুদক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব জমি জব্দের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে গোপন সূত্রে জানা গেছে, তাদের মালিকানাধীন স্থাবর সম্পদ হস্তান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। জব্দকৃত হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102