অমৃত জ্যোতি রায় সামন্ত (ধর্মপাশা,সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার বিকেলে ওসি আব্দুল্লাহ আল মামুন ও এস আই দেলুয়ার হোসেনের বিশেষ আয়োজনে, সম্প্রসারিত বিট পুলিশং কার্যালয়ের সেবাদানের সভা অনুষ্ঠিত হয়।সচেতনা মুলক বার্তা ও আইনি সহায়তা এবং মাদক নির্মুলে সর্বদাই পুলিশ সাধারণ জনমানুষের পাশে ছিল এবং আছে। “পুলিশ জনতা এবং জনতাই পুলিশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে খোলা ভাবে জনসম্মুখে জনগনের সমস্যা,খোজ খবর নেন এছাড়াও জানান যে কারো কোন অভিযোগ থাকলে বিট পুলিশিং সেবার মাধ্যমে সকল শ্রেণী পেশার জনমানুষকে অভিহিত করে জানান সচেতনতামূলক সভা থেকেই মামলা করতে পারেন।এসময় সুধী জনের মধ্যে মাদক বিরোধী ও অপরাধ মুলক কার্যকলাপের পতিরোধে পরামর্শ মতামত নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ওসি আব্দুল্লাহ আল মামুন,চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল,এস আই দেলুয়ার হোসেন,রমাপদ চক্রবর্ত্রী,আব্দুস শহীদ আজাদ,রহুল আমীন খান,অমরেশ রায় চৌধুরী,মোস্তাক আহম্মেদ, প্রদীপ সরকার,বিদ্যুৎ কান্তি সরকার,সুদীপ ভট্টাচার্য, তাপস তালুকদার, প্রমুখ।