মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক, যা আলোচনা হলো ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ভারতের সঙ্গে যুদ্ধে ইতিহাসে সর্বোচ্চ সামরিক পদোন্নতি পাকিস্তান সেনাপ্রধানের রাত ১টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ১৪ দফা দাবিতে সাংবাদিকদের ‘কলম বিরতি’ মনু মিয়া কারও কাছে ঘোড়া চান না, দোয়া চান : খায়রুল বাসার সীমান্তের ওপারে ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : মির্জা ফখরুল বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বেনাপোল-পেট্রাপোল, বিএসএফ ও বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ই মে) বেলা ১১টা ৩০ মিঃ ভারতের উত্তর ২৪ পরগণা বনগাঁ মহকুমার পেট্রাপোল আইসিপি বিএসএফ ক্যাম্পের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন বিএসএফ কলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধিদল এবং বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বাধীন ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল।

সভায় বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃখসরু রায়হান এবং বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ মিজানুর রহমান। একই সাথে দুই দেশের বিভিন্ন স্তরের অধিনায়ক, স্টাফঃ অফিসার ও কর্মকর্তা গন অংশ নেয়।

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ খসরু রায়হান জানান, এই সমন্বয় সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব সুমৃদ এবং সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি বলে জানান

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102