জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি উপজেলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে পাঁচবিবিতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মাস্টারমাইন্ড একাডেমী স্কুল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
মিছিলের নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল।
প্রায় ৬ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলটি ধানের শীষ এবং তারেক রহমানের নামে শ্লোগানে শহর প্রকম্পিত করেছে। এ ছাড়াও, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মিছিলকারীরা।